Dear APT COM Bangladeshi Customer’s,
আমরা খুবই দু:খের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের ডলারের রেট অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে আমরা আপানাদের ডোমেইন, হোস্টিং, ভিপিএস এবং ইমেইল সার্ভিসের প্রাইজ আর আগের মতো রাখতে পারছি না। গত বছর পর্যন্ত আমরা কিছুটা প্রাইজ বাড়িয়েছি কিন্তু এই বছর সেটা আমাদের পক্ষে আর কোনভাবেই সম্ভব হচ্ছে না। গত বছর পর্যন্ত আন্তজাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে APT COM তাদের .com ডোমেইন ১৬ ডলার যেটা ৮৮ টাকা বাংলা টাকায় কনভার্ট করলে পরে, সেটা রেখেছিলাম।
কিন্তু এই বছর আমাদের পক্ষে আর সেটা রাখা সম্ভব হচ্ছে না এবং আমাদের ইন্টান্যাশনাল ক্লায়েন্ট বেশি হওয়াতে সেটা আমরা একজাস্ট করতে পেরেছিলাম। আর তাই ডোমেইন এবং হোস্টিং সার্ভিস স্মথ রাখতে গিয়ে আমাদের এই প্রাইজটা বাড়াতে হয়েছে।
প্রতি ডলার এখন হিসাব হবে ৯১ টাকা করে এবং সেটা ডোমেইন এবং হোস্টিং এর জন্য। অন্য সার্ভিসের জন্য অন্য প্রাইজ লিস্ট।
ধন্যবাদ সবাইকে।
APT COM Billing Team
Leave a Reply