কোন কোন ফাইলগুলো ইমেইলে এটাচমেন্ট করলে APT COM সার্ভার এলাউ করে না।

  • Home
  • Email
  • কোন কোন ফাইলগুলো ইমেইলে এটাচমেন্ট করলে APT COM সার্ভার এলাউ করে না।
DateMay 9, 2022

APT COM এর সার্ভার অনেক রকম এটাচমেন্ট ফাইল মেইলে সেন্ড করতে অনুমতি দেয় না।

অনেকগুলো কারণে APT COM এর মেইল সার্ভার অনেক সময় অনেক মেইল ব্লক করে দেয়। তার মধ্যে কিছু মেইল ব্লক করে নিচের এটাচমেন্ট ফাইলগুলো মেইলের এটাচমেস্ট সেকশনে থাকলে। নিচে ফাইলগুলো এক্সটেনশন দেওয়া হলো:-

.ade, .adp, .apk, .appx, .appxbundle, .bat, .cab, .chm, .cmd, .com, .cpl, .dll, .dmg, .ex, .ex_, .exe, .hta, .ins, .isp, .iso, .jar, .js, .jse, .lib, .lnk, .mde, .msc, .msi, .msix, .msixbundle, .msp, .mst, .nsh, .pif, .ps1, .scr, .sct, .shb, .sys, .vb, .vbe, .vbs, .vxd, .wsc, .wsf, .wsh

এটা মূলত ইমেইল একাউন্টকে নিরাপদ রাখার জন্যই করা হয়। কারণ এই সব ফাইল এটাচ করে স্প্যমিং করা খুবই সহজ। সম্ভাব্য ভাইরাস এবং ক্ষতিকারক সফ্টওয়্যার থেকে আপনার অ্যাকাউন্ট রক্ষা করতে, APT COM এর সার্ভার এইসব এটাচমেন্ট ব্যাপারে খুবই শক্ত অবস্থানে থাকে, যা আপনাকে এই প্রযুক্তির জগতে আপনার একাউন্টকে নিরাপদ রাখতে খুবই সাহায্যে করবে।

আবার, অনেক সময় আপনি এটাচমেন্ট এড না করলে ও আপনার মেইল ব্লক হতে পারে, যদি মেইলের বডিতে এমন কোন কিছু শেয়ার করা হয় বা লিংক বা ছবি যা ভাইরাস সনাক্ত করে। তাহলে ও মেইল ব্লক হতে পারে।

তাই, আপনাকে মেইলের ব্যাপারে আরো সাবধানী হতে হবে এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট করতে হবে। তাহলেই একমাত্র আপনি অনাকাংখিত সমস্যাগুলো থেকে নিজের মেইল আইডিকে সম্পর্ণ নিরাপদ রাখতে পারবেন বলে আশাকরা যায়।

আমরা প্রতি নিয়তো এই ব্যাপার বা সমস্যাগুলো নিয়ে আমাদের ব্লগে এবং ফোরামে এবং বিভিন্ন পেজে আপডেট দিয়ে থাকি।

Leave a Reply